চলমান প্রকল্পসমূহ
ক্রমিক নং |
প্রকল্পের নাম |
স্থান |
ক্ষমতা |
বর্তমান অবস্থা |
১ |
মিরসরাই ১৫০ (°১০%) মে:ও: ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প |
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, মিরসরাই, চট্টগ্রাম |
১৬৩ মে:ও: |
মিরসরাই ১৫০ মে:ও: ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উল্লেখযোগ্য কাজের অগ্রগতি নিম্নরূপঃ ইঞ্জিন হল: ০১, ০২, ০৩, ০৫, ০৬, ০৭, ০৮ এবং ০৯ নং ইঞ্জিন সমূহ Grid এর সাথে Synchronization সহ DO এবং HFO মোডে ফুল Load প্রদান সম্পন্ন করা হয়েছে। পাইলট ফুয়েল অয়েল মডিউল ও লিকেজ অয়েল মডিউল কমিশনিং কাজ সম্পন্ন, ৪নং ইঞ্জিন গ্রিডের সাথে Synchronization সম্পন্ন এবং MAN কমিশনিং টিমের নির্দেশ মোতাবেক ০৪নং ইঞ্জিনের টেস্টিং ও কমিশনিংয়ের কাজ চলমান। সুইচ ইয়ার্ডঃ গত ১৩/০৪/২০২১ খ্রিঃ তারিখে বিপিডিবির নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সকল ইক্যুপমেন্টসমূহের Commissioning ও টেস্টিংয়ের কাজ সম্পন্ন করতঃ ২৩০ কেভি ব্যাকফিড পাওয়ার গ্রহণ সম্পন্ন হয়েছে। SCADA সিগনালসমূহের ক্যাবল স্থাপনের কাজ চলমান। ট্রান্সমিশন লাইনঃ ২৩০ কেভি ব্যাকফিড পাওয়ার গ্রহণের নিমিত্ত প্রয়োজনীয় কাজসমূহ সম্পন্ন করতঃ পিজিসিবির সহায়তায় ২৩০কেভি ট্রান্সমিশন লাইনের ১নং ও ২নং সার্কিট স্থায়ীভাবে চার্জ করা সম্পন্ন হয়েছে। ট্যাংক এরিয়াঃ ফুয়েল আনলোডিং ও ট্যাঙ্ক সংশ্লিষ্ট বিভিন্ন মডিউল, ইক্যুপমেন্টসমূহ কমিশনিং সম্পন্ন। Lube Oil মডিউল কমিশনিং ও ইঞ্জিন কমিশনিংয়ের জন্য প্রকল্প এলাকায় HFO ও LFO স্টোরেজের কাজ চলমান। স্ট্যাক, বয়লার ও রেডিয়েটরঃ দুই সেট কুলিং রেডিয়েটর প্রস্তুতপূর্বক ম্যানুফ্যাকচারার কর্তৃক সরবরাহ কাজ সম্পন্ন। ০৪ নং ইঞ্জিনের রেডিয়েটর রি-ইন্সটলিং কাজ চলমান। অক্সিলারি বয়লারের টেস্ট রান সম্পন্ন করতঃ নিয়মিতভাবে স্টিম তৈরির কাজ এবং EGB সমূহ কমিশনিংয়ের কাজ চলমান। কন্ট্রোল রুম ও ১১ কেভি সুইচগিয়ার রুমঃ EDG, LV সুইচগিয়ার ও কন্ট্রোল রুমের সকল প্যানেল স্থাপন সম্পন্ন। MAN কমিশনিং ইঞ্জিনিয়ার কর্তৃক GCP Panel, MAN SCADA সিস্টেম চালু করতঃ প্রয়োজনীয় Configuration এর কাজ চলমান। ইপিসি কর্তৃক বয়লার কন্ট্রোল এর SCADA ডিজাইনের কাজ এবং Gateway panel এর কনফিগারেশনের কাজ চলমান। MAN কমিশনিং ইঞ্জিনিয়ারের নির্দেশনা মোতাবেক ১১ কেভি জেনারেটর প্যানেলে Zero Sequence ও NGR CT স্থাপন টেস্টিংয়ের কাজ সম্পন্ন। কম্প্রেসর মেশিন এবং 230 KV BCU প্যানেলসমূহে MMU স্থাপনের কাজ সম্পন্ন। EDG কমিশনিং সম্পন্ন। UPS কমিশনিং কাজ চলমান। প্লান্ট পাইপ লাইনঃ ফুয়েল আনলোডিং স্টেশন, ফুয়েল ট্রিটমেন্ট রুম, ইঞ্জিন হল অক্সিলারি এরিয়ায় পাইপ স্থাপন ও ওয়েল্ডিং এর কাজ সম্পন্ন। MAN কমিশনিং ইঞ্জিনিয়ারের নির্দেশ মোতাবেক সকল ইঞ্জিনের Steam, DO, Starting Air পাইপ লাইন রেক্টিফিকেশন ও পরীক্ষণের কাজ সম্পন্ন। ফুয়েল ও ওয়াটার ট্রিটমেন্ট এবং ফায়ার ফাইটিংঃ সকল HFO Separator এবং LO Separator ম্যানুফ্যাকচারার কর্তৃক কমিশনিং সম্পন্ন। সকল Equipment স্থাপন, DM ওয়াটার জেনারেশন, ফোম ফায়ার ফাইটিংয়ের ফাউন্ডেশন নির্মাণ, পাম্প ও ফিল্টার স্থাপন এবং ফোম ফায়ার ফাইটিংয়ের পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন। ওয়াটার ট্রিটমেন্ট ও এবং Oily Water Treatment ইউনিটের কমিশনিং কাজ চলমান। ফায়ারফাইটিং সিস্টেম Automation, কমিশনিং এর কাজ সম্পন্ন। ওয়ার্কশপ ও ওয়্যারহাউস: ওভারহেড ক্রেন ,ব্রিক ওয়াল নির্মাণ, স্টীল স্ট্রাকচার, ওয়াল শীট স্থাপন ও ভেন্টিলেশনের কাজ সম্পন্ন। জেনারেল ইলেকট্রিফিকেশনের কাজসম্পন্ন করা হয়েছে। এডমিন ও ডরমেটরি বিল্ডিংঃ এডমিন ও ডরমেটরি বিল্ডিংয়ের সকল কাজ শেষ পর্যায়ে। এসি ইন্সটলেশনের কাজ সম্পন্ন। punch list অনুযায়ী রেক্টিফিকেশনের কাজ চলমান। গ্যাস লাইন ও গ্যাস RMS নির্মাণঃ কেজিডিসিএল কর্তৃক ৩৫০ পিএসআই চাপে গ্যাস পাইপলাইন installation ও fabrication এর কাজ সম্পন্ন করা হয়েছে। প্ল্যান্ট এরিয়ায় Gas RMS কন্ট্রোল বিল্ডিং নির্মাণ কাজ সম্পন্ন। কেজিডিসিএল কর্তৃক ৪০ এমএমসিএফডি ক্ষমতার গ্যাস RMS নির্মাণের রি-টেন্ডারের ঠিকাদার নিয়োগের যাচাই বাছাই কাজ চলমান। প্লান্ট অভ্যন্তরীণ পাইপ লাইনের নির্মান কাজ সম্পন্ন করতঃ গ্যাস ফ্লোর অনুমোদন গ্রহণ।
|
২ |
শ্রীপুর ১৫০ মে:ও: এইচ এফ ও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প |
বরামা, শ্রীপুর, গাজীপুর |
১৫০ মে:ও: |
প্রকল্পের সম্ভাব্য COD: June, 2023 |