Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪

এক নজরে

বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) একটি সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের পাওয়ার সিস্টেম উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে ২০১০ সালে পাবলিক লিঃ কোম্পানি হিসেবে রেজিস্টারার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ আ্যন্ড ফার্মস (RJSC) কর্তৃক বিআরপিএল নিবন্ধিত যার নিবন্ধন নং C-88100।  বর্তমানে বিআরপিএল এর মোট শেয়ারের ৬৩.২০% বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ১৮.৪% বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং অবশিষ্ট ১৮.৪% রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এর মালিকানায় রয়েছে।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণকল্পে সরকারের বিদ্যুৎ উৎপাদন কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বিআরপিএল নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে এবং সরকারের দিক নির্দেশনা ও PSMP অনুযায়ী নতুন বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। কড্ডা, গাজীপুর ও মিরসরাই, চট্টগ্রামস্থ ০২ (দুই) টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিআরপিএল ৩১৩ মেঃওঃ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে যা দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অচিরেই গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আরো একটি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১৬৩ মেঃওঃ বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করতে সক্ষম হবে। এছাড়াও অদূর ভবিষ্যতে জামালপুরের মাদারগঞ্জে ১০০মেঃওঃ সোলার বিদ্যুৎ কেন্দ্র ওঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জে ৪৫০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।